অনিষা দাস
আগমনী
-অনিষা দাস
শিউলি কাশের দোলায় দোলায়
এল পুজোর বেলা,
মা এবার দোলায় দোলায়
এল নৌকার ভেলা।
শরত-এর নীল আকাশে
সাদা সাদা মেঘ,
বছর ধরে অপেক্ষায়
থাকে আমাদের দেশ।
নতুন জামা নতুন প্যান্ট
নতুন নতুন শাড়ি,
নতুন নতুন উপকরন
দেখছি সারি সারি ।
ঢাকের আওয়াজ, গন্ধ ধুনির
বাতাস জুড়ে থাকে
পুজোর কথা পুজোর আমেজ
জড়িয়ে আমায় রাখে।
মহালয়া দিয়ে দেবী
পক্ষ হল শুরু ,
ষষ্টি থেকে আরাধনা
মনটা উড়ু উড়ু।
পড়াশোনায় মন থাকেনা
মন থাকেনা কাজে,
মনে মধ্যে ঘোরার চিন্তা
ডাকছে মাঝে মাঝে।
ষষ্টিতে মায়ের বোধন
সপ্তমিতে প্রান ,
অষ্টমীতে নতুন শাড়ী
আনন্দ জয়গান।
নবমী নিশি বিষাদ ছাড়ে
দশমীতেই শেষ,
দুঃখ বিদায় চোখের জলে
গঙ্গাতে অবশেষ।
পরের বছর আবার এসো
এসো মায়ের সাজে,
কটা দিন আনন্দেতে