Posts

Showing posts from September, 2018

আমাদের কথা

Image
বৈশাখ সংখ্যা ১৪২০ বৈশাখ এসে গেল। বছরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মনের পরিবর্তন ঘটছে আর কবি তাকেই তার কবিতার ছন্দে নতুনের গান করছে।  কবিতার শব্দে ভেঙ্গে গেল মন যেই  জোড়া দিতে খুঁজলাম আরেকটা মন কেই । ফিরে এসে দেখি যেই , ও মনের শব্দে ভাঙা মন জোড়া লাগে কবিতার জব্দে । কবিতার যা কিনা মনের ভাষা, তাই আমাদের এতো আপন- এতোটা কাছের। তাই তার কাছাকাছি থাকার জন্যই আমদের ক্ষুদ্র প্রয়াস। এটা শুধু কবিতার পাতা যেখানে আমরা মনের ভেতরের কথা কে বাইরে নিয়ে আসব ।  মন খোঁজা শেষ হলে, যে খবরে মন যায় কবিতার খাতা খুঁজে ,দেখি তা যে কিছু নয় মন থাকে ছন্দে     অকারণ ধন্দে দুলে যায় মন যেই, জানি সে তো কবিতায় । এমন করে প্রতিক্ষনে কবিতার সাথে আমাদের প্রেম। এখন তাই "গল্পগুচ্ছ" পত্রিকার সাথে মিশে আমরাও প্রকাশ করব "বৈশাখ সংখ্যা"। কবিতা, ছড়া, কাব্যনাট্য - পাঠান সরাসরি আমাদের কাছে ।  ইমেল - golpoguccha2018@gmail.com              দেখবেন কবিতায় ভরবে ভুবন । শুধু তাই নয় শ্রেষ্ঠ কবিতা নিয়ে আমরা তার অডিও প্রকাশ করব খুব দ্রুত ।...