ছড়া

মানুষের মনের দ্রুততায় বেড়িয়ে আসে যে ছন্দ তাকে সাথে সাথে ধরে নিয়ে আমরা জামাকাপড় পরিয়ে সাজিয়ে তুলি, তারপর সেটাই কখন যে ছড়া হয়ে যায় কেউ জানেনা।
 সূচীপত্র


সুরের কবি 

সুর কে ভেঁজে
এই দুপুরে,
দেখছি যখন
একটি দূরে,
তানপুরাতে
সুর নুপুরে
গাইছে যারা
গলা ছেড়ে –
তাদের গানে
চুপিচুপি
নাড়ছি কড়া
খুলছি টুপি;
বলছি শুরু
করতে হবে
সুরের সাথে
চলতে হবে।
তাই শুনেছি
বলছি কথা  
মাথার মাঝে
ঘুরছে যেটা-
সেটার নামে
আগে পরে
যে যা বল-
সেটা ঘোরে,
সুড়সুড়ি দেয়
রাত দুপুরে
ঘুম ভাঙাতে
ভালই পারে।
তোমরা বল
সুরের ছবি
আমি বলি-
রাতের রবি,
ঘুমের রাতে
সুরের সাথে
গপ্প করি
                          আসন পেতে। -  অভিজিৎ চক্রবর্ত্তী