কবিতা
কবিতা যা কিনা মনের ভাষা, সেই ভাষাতে কথা বলতে গেলে মনটাকেও যে তৈরি হতে হয়। আর যার সে মন তৈরি হয়েছে তিনি শব্দের বিচ্ছুরণ ঘটান আর তাতে স্নান করি আমরা। নিজের লেখা কবিতা পাঠান আর আমাদের সমৃদ্ধ করুন। আমাদের ইমেল ঠিকানা -golpoguccha2018@gmail.com
সূচিপত্র
জবাব
অভিজিৎ চক্রবর্ত্তী
----------------------------------------------
কিছু লোক গান গায়
দরদি জনতা,
মুখোশের ভিতরে-
তারা চায় ক্ষমতা ।
রক্ত কি, ঘাম ঝরা
চায়না তো জানতে-
চায় শুধু ফোকাস টা
থাকে যেন আমাতে।
জবাব তাদের দি-
নেমেছ কি রাস্তায়?
না কি রাতে ঘুমে ভাবো
এতো খুব সস্তায় -
মানুষের দুঃখকে
এমনিতে বোঝা যায়।
কাঁধে নেওয়া গর্বকে
পাশে রাখ সরিয়ে
মানুষের কাজ তাই
রোদে থাক দাঁড়িয়ে।
তারপর দুদিনের
খাওয়া রাখ সরিয়ে।
এসব কি পারবে কি?
না পারাই ভাল খুব
ফেসবুকে লিখে যাও
দরদের মেকি রুপ,
সেটাই তো চেহারা
সেটাই তো রঙ রুপ।
আর যেটা দর্শন
যেটা নিয়ে পতাকা
যেটা নিয়ে বই লেখা
তর্কের পা-মাথা
সেটা স্রেফ ভাঁওতা
কাজ নয়-স্রেফ কথা।
-----------------------
নেমেছ কি রাস্তায়?
না কি রাতে ঘুমে ভাবো
এতো খুব সস্তায় -
মানুষের দুঃখকে
এমনিতে বোঝা যায়।
কাঁধে নেওয়া গর্বকে
পাশে রাখ সরিয়ে
মানুষের কাজ তাই
রোদে থাক দাঁড়িয়ে।
তারপর দুদিনের
খাওয়া রাখ সরিয়ে।
এসব কি পারবে কি?
না পারাই ভাল খুব
ফেসবুকে লিখে যাও
দরদের মেকি রুপ,
সেটাই তো চেহারা
সেটাই তো রঙ রুপ।
আর যেটা দর্শন
যেটা নিয়ে পতাকা
যেটা নিয়ে বই লেখা
তর্কের পা-মাথা
সেটা স্রেফ ভাঁওতা
কাজ নয়-স্রেফ কথা।
-----------------------