কবি বর্ণবান বৈশাখ সংখ্যা
আকাশের শেষে
আকাশের শেষে একটা শব্দ
আমার মনকে কেমন পাগল করে দিয়ে যায় ।
আমি সন্ধ্যা বেলা রাতের তারার মাঝখানে
এক্কা দোক্কা খেলি ,
আর সে এসে হাওয়ার মত সমস্ত আকাশটাকে -
কেমন নাচিয়ে দিয়ে যায় ।
ছাদের ওপর মাথাটা রেখে একটা লম্বা দড়ি দিয়ে
আকাশটার মাপ নি ।
কিন্তু যত বার-ই নি - পরের বার
কেমন করে যেন একটু একটু বেড়ে যায় ।
চাঁদের দিনে যেই দেখি আকাশের ভিতরে মেঘ করেছে
ছুটে যাই প্রিয়া কে জানাতে - দেখ,
অমন ঘর এবার তোমার জন্য নিশ্চয় বানিয়ে দেব ।
সে হাসে আর আমার দিকে তাকিয়ে বলে,
আগে তো আকাশের শেষ টা মাপ!