তৃপ্তি সাহা
আমি
কেমন তুমি?আমিতো এমন টাই
একটু চঞ্চল, অগোছালো, পাগলি
আর অনেকটাই অবুঝ ।
কখনও একগুঁয়েমি খুব প্রবল -
তবে তোমার মতো বোধহয় নই ।
কষ্ট চেপে রেখে একগাল হাসি
আর দুচোখে অজস্র স্বপ্ন
ঝরে পড়ে কখনও স্বপ্ন হয়ে ।
তবু অশ্রুসিক্ত বালিশে শুয়ে
রোজই স্বপ্ন দেখি- কি জানি কি করি !
আজ ভালোলাগা গুলো কেমন যেন
ভালবাসায় পরিনত হতে শুরু করল ।
চাওয়া-পাওয়ার হিসেব গুলো হল
জটিল, আরও জটিল ধাঁধার মত ।
বারবার জানালা দিয়ে উঁকি দেয়
আর কি বলে জানো ?
এসব ভাললাগেনা , যত্তসব বোকা বোকা অনুভূতি ।
থাকনা হিসেব নিকেশ ।
থাকনা আমিটা- যেটা একান্ত-ই আমার ।
যতটা অভিমান ততটাই আছে অফুরন্ত ভালোবাসা।
নিজেকে খোঁজার চেষ্টায় মগ্ন আমি
ডুব দিলাম তোমার চোখে ।
কাঁচা মাটির মতো আমি
আর মার স্বপ্ন গুলোও খাঁটি ।
তাই হাজার বার ডুব দিতে চাই
হলাম না হয় একটু স্বার্থপর ?